রংপুর সিটি কর্পোরেশনে ভোট ২১ ডিসেম্বর

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ২১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। রোববার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

সিইসি বলেন, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর, আপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোট ২১ ডিসেম্বর।

রংপুর সিটি কর্পোরেশনে ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিব হয়। নির্বাচনের পর প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি।

সূত্র জানায়, ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে প্রায় ৪ লাখ। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।