রংপুরে গাছ বোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG-20231215-WA0013-1-867x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের মিঠাপুকুরে শ্যালো ইঞ্চিন চালিত গাছ বোঝাই ট্রলি উল্টে রিপন উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহিন আলম (২৩) নামে আরেক শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৫ই ডিসেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরের পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রিপন উদ্দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার গিলাঝুকি (ঘোনাপাড়া) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহত শ্রমিক জাহিন আলম একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
চেংমারী ইউনিয়নের বিট অফিসার এস আই আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালো ইঞ্চিন চালিত গাছ বোঝাই ট্রলিটি উপজেলার মোসলেম বাজার অতিক্রম করে শালটিরহাট ছ-মিল এর উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটির এক্সেল ভেঙ্গে যায় এবং ট্রলিটি উল্টে পড়ে। ট্রলির উপরে থাকা দুই শ্রমিক এসময় নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয় এবং অন্যজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, গাছ বোঝাই ট্রলিটি উল্টে রিপন উদ্দিন নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন