রংপুরের পীরগঞ্জে আওয়ামীলীগ অফিস ও প্রেসক্লাবে ভাংচুর, ১২ মোটরসাইকেলে আগুন
রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগের পাটি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় পাটি অফিস সংলগ্ন পীরগঞ্জ প্রেসক্লাবের সাইনবোর্ড ভাংচুর ও বারান্দায় থাকা ১২টি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।
জানা গেছে, রোববার (৪ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল রংপুর-ঢাকা মহাসড়ক থেকে উপজেলার প্রধান সড়কে প্রবেশের সময় ৫০/৬০ জনের ছাত্রলীগ নেতাকর্মী হাতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিতে গেলে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দেয়।
এতে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। একপর্যায়ে ক্ষিপ্ত আন্দোলনকারীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের বারান্দায় থাকা ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং প্রেসক্লাবের সাইনবোর্ড ভাংচুর করা হয়। এতে সংবাদকর্মীদেরও মোটরসাইকেল ছিলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন