‎রংপুরের পীরগঞ্জে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎দৈনিক করতোয়া ৪৯তম বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পন করেছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কেককাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‎এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মশলিসে শুরা, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, এনসিপি’র উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম মজনু প্রমুখ।

‎এছাড়াও প্রেসক্লাবের আহবায়ক শাহ মো: সাদা মিয়ার সভাপতিত্বে ও করতোয়া প্রতিনিধি মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলু, সরওয়ার জাহান, কামরুল হাসান জুয়েল আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল গণি, হাবিবুর রহমান, মিনহাজুল ইসলাম, আনজারুল হক, বখতিয়ার রহমান, অমিতাব বর্মন, বাদল, আল ইমরান।

আখতারুজ্জামান রানা, রেজাউল করিম, মিফতাহুল ইসলাম, মোস্তফা মিয়া, আব্দুল করিম সরকার, আব্দুর রহিম, মশফিকুর রহমান পল্টন, আশিকুর রহমান, সুজা মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৪০জন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।