রংপুরের পীরগঞ্জে ২১ আগস্ট পালিত
রংপুরের পীরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগ দিবসটি পালন করা হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতা কর্মীরা কালো ব্যাস ধারণ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সর্দার, আনোয়ারুল ইসলাম মান্নু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকেন্দার আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, পৌর কাউন্সিলর পবিত্র কুমার বিশ্বাস, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজুসহ প্রমুখ আলোচনায় অংশ নেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ, ইউপি চেয়ারম্যানগণ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন