রওশনের জন্য এরশাদের পাশেই কবরের জায়গা রাখা হয়েছে
রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরেই হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। রংপুরের পল্লী নিবাসের লিচুবাগানেই এরশাদকে দাফন করা হবে। পাশে রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন রওশন এরশাদ।
মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।
জানাজা শেষে মরদেহ নেওয়ার পথে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার অনুসারীরা লাশবাহী গাড়ি আটকে দেন। পরে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এরশাদের দাফন রংপুরে হবে বলে ঘোষণা দেন।
এদিকে রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে সেখানে এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। এরশাদের পাশে তার জন্যও কবরের জায়গা রাখার অনুরোধ করেছেন সহধর্মিণী রওশন।
প্রসঙ্গত, গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন