রফিকুল ইসলাম মাদানীকে মুক্তি না দিলে কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/madan-শিশুবক্তা-রফিকুল.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রফিকুল ইসলাম মাদানীকে দ্রুত মুক্তি না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম।
রফিকুল ইসলাম মাদানীকে আটকের প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন হেফাজত ইসলাম বাংলাদেশ নেত্রকোনা শাখা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করা হয় আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৭)।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, আটক রফিকুল বর্তমানে র্যাব হেফাজতে আছেন।
তাকে কেন আটক করা হয়েছে, তা তার জানা নেই বলেও তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন