রবিবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন নন এমপিও শিক্ষকরা
এমপিও ভুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালনের চতুর্থ দিন না পেরোতেই আগামী রবিবার (৩১ ডিসেম্বর) থেকে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতিবার সরকার আশ্বাস দিয়েছে। কিন্তু কিছুই করেনি। আমরা অনেকবার অবস্থান কর্মসূচি পালন করেছি। তাতেও কাজ হয়নি। তাই আমরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি রবিবার থেকে অনশন ধর্মঘটে যাবো।’
এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। তাদের কথা একটাই, ‘এমপিও না নিয়ে ঘরে ফিরবো না।’
সাত হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন