রাজধানীর আইডিয়াল ‘ল’ কলেজে দোয়া মাহফিল
রাজধানী ঢাকায় আইডিয়াল ‘ল’ কলেজে এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর ফার্মগেট সংলগ্ন আইডিয়াল ল কলেজের কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের শিক্ষক মো. হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন পরশ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী শীতেষ চন্দ্র বিশ্বাস ও নাজমা দিল নেওয়াজ।
প্রধান ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আব্দুল হালিম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন পাটোয়ারী এবং ইউসিসি’র সম্মানিত ডিরেক্টর মো. কামাল হোসেন পাটোয়ারী।
শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনা প্রদান করেন এডভোকেট মো. বাকি মোর্তজা ও মো. হায়দার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট মনিরা খাতুন, এডভোকেট আরিফুর রহমান প্রধানসহ এলএলবি প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ ও প্রতিষ্ঠানের স্টাফবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলএলবি প্রথম পর্বের ছাত্র মো. গিয়াস উদ্দিন পরশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন