ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের তিন কৃষক জেলা পর্যায়ে সেরা
ঠাকুরগাঁও জেলা পর্যায়ে ২০২২—২০২৩ অর্থ বছরে তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা তেল উৎপাদনকারী উপজেলা পযার্য়ে কৃষক হিসেবে পুরস্কার পেলেন রাণীশংকৈলের তিন কৃষক।
জেলা থেকে পুরস্কার গ্রহণকারী তিনজন কৃষক হলেন মানিক রানা, নফির আলী, মোতাহার হোসেন তাদের হাতে নগদ অর্থ ও সনদ প্রদাণ করা হয়।
আজ মঙ্গলবার (১৬ মে) ঠাকুরগাঁও উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ—পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ একে এম খোরশেদুজ্জামান, জেলা বীজ—প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আনিছুর রহমান, জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আলমগীর কবীর, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহীনা বেগম , রাণীশংকৈল কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ও ঠাকুরগাঁও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায় প্রমূখ।
জানা যায়, তিন উপজেলা ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার কৃষকের মধ্যে রানীশংকৈলের তিনজন কৃষক জেলা পর্যায়ে সেরা তেল উৎপাদনকারী কৃষক হিসেবে ১ম, ২য় এবং ৩য় পুরস্কার পেয়ে গৌরব অর্জন করে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর তৈল জাতীয় ফসল হিসেবে সরিষা, বাদাম, তিলকে বিবেচনা করে সরিষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সে সাথে কৃষকের এ ফসলকে উৎপাদন, সংরক্ষণ ও বীজ হিসেবে রক্ষণাবেক্ষণকে প্রাধান্য দেওয়া হয়। এতে সেরা কৃষক হিসেরে রানীশংকৈল উপজেলায় তিনজন কৃষকই পুরস্কার পান।
জানা যায়, রানীশংকৈল উপজেলায় গতবছর সরিষার আবাদ হয়েছিল ৫ হাজার ১২০ হেক্টর জমিতে ।আর এ বছর রানীশংকৈল উপজেলায় ৬ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবারের চেয়ে ৮ শত ২০ হেক্টর বেশি আবাদ হয়েছে।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, রাণীশংকৈলের কৃষক এবং কৃষি দূর্বার গতিতে এগিয়ে চলছে; প্রধানমন্ত্রীর হাতকে কৃষিতে শক্তিশালী করতে স্মার্ট হতে চলেছে। বর্তমানে কৃষিতে রাণীশংকর যথেষ্ট এগিয়ে বলে আমি বিশ্বাস করি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকমীর্ অফিসারসহ যাদের আন্তরিকতায় এই সফলতা এসেছে। আগামীতে নানান রকম ফসল উৎপাদনে এই উপজেলার কৃষকরা আরো অনেক বেশি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন