রাতে শহরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের মশাল মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/IMG_20220530_141744-724x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটূক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের ছাত্রদল নেতা ও কর্মীদের ওপর পুলিশি ও ছাত্রলীগ হামলা-মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের বাধা দেওয়ার রাতে মশাল মিছিল করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (২৯ মে) রাতে শহরের সাতক্ষীরা সরকারি কলেজ রোড এলাকায় কলেজ ছাত্রদল আয়োজিত মিছিলটি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
মশাল মিছিলে নেতৃত্বদেন সাতক্ষীরা সরকারি ছাত্রদলের সদস্য-সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান, সামিউল হুদা, রিফাত, আল-আমিন, সিহাব হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতা-কর্মী।
এদিকে সকালে কলেজে বিক্ষোভ মিছিল করার সময় ছাত্রলীগের বাধা এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ব্যানার কেড়ে নিয়েছেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রদলের নেতারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন