রায় যাই হোক বিএনপির কর্মসূচি হবে ‘শান্তিপূর্ণ’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/BNP-NEws2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রয়েছে।
রাজপথের বিরোধী দল বিএনপি এই মামলার রায়কে ‘ফরমায়েসি’ বলে অভিযোগ করেছে। পাশাপাশি রায় যাই হোক না কেন, শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলার রায় ঘিরে প্রহসনের মঞ্চের পর্দা ওঠার পরের দৃশ্য নিয়ে চারদিকে সংশয় দেখা দিয়েছে। সরকারের নির্দেশিত এই ফরমায়েসি রায় বাস্তবায়নে নানা কিছু করা হচ্ছে। সোমবার দেখলাম, সর্বোচ্চ আদালতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক মন্ত্রীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এই খালাস কার নির্দেশে, সেটি জানার জন্য লেখাপড়ার প্রয়োজন পড়ে না।’
রিজভী বলেন, ‘বুধবার ২১ আগস্ট বোমা হামলা মামলার রায়ও সরকারের ইচ্ছার বাইরে হতে পারবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নিন্ম আদালতের বিচারকদের ওপর প্রতিনিয়ত চাপের কারণে মানুষ এখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দেখি কী রায় হয়? তবে রায় যাই হোক না কেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রে অঙ্গীকারাবদ্ধ বৃহৎ রাজনৈতিক দল। সব সময় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। রায়ের পরেও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে যে কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহবান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের কোনো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার জন্যই আহবান জানাচ্ছি।’
তিনি অভিযোগ করেন, ‘সরকার গায়েবি মামলায় সারাদেশে গ্রেফতারের ধুম শুরু করেছে। আগের বিচ্ছিন্ন ধারার হামলা-মামলা এখন নিরবচ্ছিন্ন ধারায় পরিণত হয়েছে। টার্গেট বিএনপিকে ধ্বংস করা।’
এ সময় রিজভী বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ, মুহাম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন