লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা
চট্টগ্রাম নগরের ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের ভেতরে মানুষের কাটা হাত-পা পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে হাত ও পায়ের আটটি টুকরা উদ্ধার করে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো দুই থেকে তিন দিন আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে কাটা হাত-পায়ের অংশগুলো পুরুষের। কোথাও খুন করে লাশ টুকরা করে এখানে ফেলা হতে পারে। এগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। কাটা হাতের অংশের মধ্যে হাতের আঙুলও রয়েছে। আঙুলের ছাপে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে। তারা শুক্রবার আঙুলের ছাপ নেবে।
মাথাসহ শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে বলে জানান ওসি আফতাব হোসেন। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন