লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/20230413_155357-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত হোসেন আলী স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাকিনা বাজার থেকে মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল মোহাম্মদ আলী। এসময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন