লালমনিরহাটের পাটগ্রামে জোংড়া যুবদলের সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG_20230319_173544-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, বিএনপির ঘোষিত ১০ দফা দাবী আদায় করা হবে।
সরকার ক্ষমতা ছাড়তে চাবেনা ঠিকই কিন্তু আন্দোলনের মাধ্যমে আদায় করে নেয়া হবে। আন্দোলন, সংগ্রামে যারা সবসময় পাশে থাকবেন, দল ক্ষমতায় আসলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।
রোববার (১৯ মার্চ) লালমনিরহাটের পাটগ্রামে জোংড়া যুবদলের দ্বি বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন। জোংড়া যুবদলের আহবায়ক লোমান হোসেন নোমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন লাললমনিরহাট জেলা যুবদল সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ। উদ্বোধক ছিলেন পাটগ্রাম যুবদল আহবায়ক রাবিউল ইসলাম।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, জোংড়া বিএনপির আহবায়ক সৈয়দ নূরআলম খন্দকার মিন্টু, হাতীবান্ধা যুবদল আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন