লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সড়কের ফলক উম্মোচন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সড়কের ফলক উম্মোচন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দুই মেয়ে ও তার জামাতাদের সহযোগিতায় এ ফলক উম্মোচিত হয়।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের পক্ষে উক্ত ফলক উম্মোচন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আ: জব্বার ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (যার নামে সড়কটির নাম করণ করা হয়)।
ফলক উম্মোচনের পর এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ/২০১৯ তারিখে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৩০৭ নম্বর স্মারকের মাধ্যমে সকল উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদেরকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামোসমূহ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ সংক্রান্ত একটি সুপারিশপত্র প্রেরণের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এরই আলোকে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের বাড়ি সংলগ্ন সড়কটির নামকরণ করা হয়েছে “ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সড়ক”।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন