শসাফো’র সাহিত্য আসর অনুষ্ঠিত

মৌলভীবাজারে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) এর দ্বিতীয় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় শহরের চৌমুহনাস্থ শব্দচর কার্যালয়ে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) সভাপতি কবি আবদুল হাই ইদ্রিছী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ্ এর সঞ্চালনায় এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাহারমর্দান জয়গুনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও ছড়াকার আবু সাঈদ রুপিয়ান।
আসরে গান পরিবেশন করেন জিয়াউল হক জিয়া ও শাহীন ইকবাল। স্বরচিতলেখা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন আবু সাঈদ রুপিয়ান, আবদুল হাই ইদ্রিছী, চৌধুরী শামসুল আরেফীন চৌধুরী, মামুন আবদুল্লাহ্, শিরীন শিলা, তাসনীম মাহমুদ, আশরাফুল ইসলাম ও বদরুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















