শার্শার বাগাআঁচড়ায় সদ্য নবজাতক শিশু চিকিৎসা দিচ্ছেন হাতুড়ি ডাঃ আবু সাঈদ
শার্শার বাগাআঁচড়া বাজারের আখির টাওয়ার নামক স্থানের নিচে দীর্ঘ ৫ বছর যাবত ধরে শিশু বিশেষজ্ঞ হিসেবে নবজাতকসহ শিশুদের সকল ধরণের চিকিৎসাপত্র, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষা করে আসছেন ডাঃ মোঃ আবু সাঈদ (৩২)।
কিন্তু তিনি কোন শিশু বিশেষজ্ঞ নন। মেডিক্যাল কলেজেও লেখাপড়া করেননি। তিনি সাতক্ষীরার একজন সিনিয়র শিশু ডাঃ মোঃ আজিজুর রহমান এর কাছে কিছুদিন ছিলেন। সেখান থেকে এসে তিনি বাগাআঁচড়া বাজারে নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসাবে একটি চেম্বার খুলে বসেন। এভাবেই কর্মহীন আবু সাঈদ হয়ে উঠেন শিশু বিশেষজ্ঞ।
তবে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জনের চোখ ফাঁকি দিয়ে নবজাতকসহ শিশুদের সকল চিকিৎসা দেওয়ার নামে দিয়ে যাচ্ছেন অপচিকিৎসা।
২ মার্চ (শনিবার) বিকালে বাগাআঁচড়া বাজারে আঁখি টাওয়ার নামক স্থানে সরজমিনে তার চেম্বারে গিয়ে দেখা যায়, অন্তত অর্ধশত অভিভাবক তাদের নবজাতক ও শিশুদের নিয়ে বসে আসেন। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ব্রেন, জন্মগতভাবে হার্টের ফুটোসহ নানা রকম সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন তারা।
আবু সাঈদ শিশু বিশেষজ্ঞ পরিচায় দেন। কিন্তু তার করা প্রেসক্রিপশনে চিকিৎসক হিসেবে তাঁর নামের পাশে কোন ডিগ্রী উল্লেখ্য নেই। প্রেসক্রিপশন লিখে এবং কিছু ওষুধ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফিসহ রোগিদের নিকট থেকে এক সঙ্গে নেওয়া হয় মোটা অংকের টাকা।
এ বিষয়ে তার কাছে (দৈনিক কাগজ পত্রিকার) দুই প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ও শাহারুল ইসলাম (রাজ) তার কাছে জানতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার ও কিসের সাংবাদিক বলে অপমানিত করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন