শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন শুক্কুর হাওলাদারকান্দি গ্রামের বাসিন্দা ফারুক খান (২২) নামের এক যুবকের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। ফারুক পাঁচ্চর এলাকার ভ্যানের চালক ছিলেন সে বাবু খানের ছেলে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, ফারুককে জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই শিবচর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার আরোও খারাপ হলে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়ে থাকে। ঢাকার ইসলামিয়া হাসপাতালে কয়কদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩১ জুলাই) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতেই ফরুকের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাক্তার বলেন, গত ২৪ তারিখে ফারুককে জ্বরের আক্রান্ত হওয়ার পরে শিবচর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আরোও খারাপ হলে ফরিদপুর বা ঢাকায় নেওয়ার জন্য বলা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন