শেরপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন
শেরপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আন্ত:উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক সাহেলা আক্তার গেমসের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায় (২-১০ জানুয়ারি) আন্ত:উপজেলা, দ্বিতীয় পর্যায় (১৬-২০ জানুয়ারি) আন্ত:জেলার খেলা শেষে আগামী ফেব্র“য়ারি মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে ছেলে ও মেয়েদের ফুটবল, দাবা ও টেবিল টেনিসসহ ৩টি ডিসিপ্লিনের ৮টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলায় ৭টি ডিসিপ্লিনের ১৮টি ইভেন্টের খেলায় প্রায় সাড়ে ৫ শতাধিক অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুণী অংশ নিচ্ছে। ডিসিপ্লিনগুলো হল-ফুটবল, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন