শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখমের অভিযোগ
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে কুপিয়ে জখম ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সবদুল্লাহ (৪০), জামাল উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০), লাল মিয়ার ছেলে নাহিদ (২০), জামাল উদ্দিন (৬৫), লাভলি বেগম (৩৫), নুরানী বেগম (৪৫), খোদেজা বেগম (৬০) সহ আরও অজ্ঞাত ২/৩ জন। আহত কৃষক ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, আগে থেকেই ভুক্তভোগীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো সবদুল্লাহদের। গেল ২৫ ফেব্রুয়ারী ( রবিবার) সকালে সাইদুর রহমান একটি প্রজেক্টে আগাছা পরিষ্কার করতেছিলো। পূর্ব শত্রুতার জের ধরে সবদুল্লাহ ও তার সহযোগীরা দেশিও অস্ত্রশস্ত্র দিয়ে সাইদুর রহমানকে আঘাত করে। ডাক চিৎকারে লোকজন এসে ফিরিয়ে দেই। সাইদুরের হাতের কব্জিতে কুপ দিলে তা ৩ / ৪ ইঞ্চি পর্যন্ত ক্ষত হয়। পরে স্বজনরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে ভর্তি করান।
এ ঘটনায় সাইদুর রহমানের বোন নার্গিস বেগম বাদী হইয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন