শ্বশুর বাড়ির উঠানে পুঁতে রাখা ছিল গৃহবধূর মরদেহ
কক্সবাজারের শ্বশুর বাড়ির উঠানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ গৃহবধূর লাশ ৬ দিন পর উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছেন কলেজ শিক্ষক স্বামী, শ্বশুর ও শাশুড়ি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১২ অক্টোবর মহেশখালীর উত্তর নলবিলা এলাকার শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ আফরোজা বেগম। এ ঘটনায় নিখোঁজের বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে স্বামী রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা করেন।
অনুসন্ধান চালিয়ে ৬ দিন পর শনিবার রাতে শ্বশুর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় গৃহবধূ আফরোজার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
রাকিব হাসান বাপ্পী প্রথম স্ত্রীকে তালাক দেয়ার পর আফরোজা বেগমকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে বাপ্পীর সঙ্গে তালাকপ্রাপ্ত স্ত্রীর আবারও যোগাযোগ গড়ে ওঠায় পারিবারিক কলহের জের ধরে আফরোজাকে হত্যা করা হয় বলে জানান নিহতের ভাই মিজানুর রহমান।
এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী রাকিব হাসান বাপ্পী, শ্বশুর ও শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন