শ্রীবরদীতে ফাযিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসা’র ২০২৪ সালের ফাযিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মাদ্রাসার হল রুমে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ শেরপুরের সাবেক সদস্য আব্দুল্লাহেল আল আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মোঃ আকবর আলী।
মাদ্রাসায় ফাযিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসা’র সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ ছোহরাব আলী, সহকারী অধ্যাপক (ইংরেজী) মো: ইকবাল হোসাইন মিল্লাত, প্রভাষক (আরবি) শরীদ উদ্দিন, প্রভাষক (আরবি) মোঃ রেজাউল করিম ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রবিউল ইসলাম, রুকুনুজ্জামান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসা’র আরবি প্রভাষক খ.ম. আনোয়ার হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন