সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম

সপরিবারের পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্য দেশত্যাগ করেছেন, পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সোমবার (২১ ফেব্রুয়ারী) বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে বেলা ৫.৩০মি. এর ফ্লাইটে সৌদি আবর রওনা হয়েছেন।
সফরে উপমন্ত্রীর সঙ্গে রয়েছেন, তাঁর বাবা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া, স্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, ভাই মেজর জেনারেল একেএম আমিনুল হক স্বপন, স্বাচিপের বিজ্ঞান সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম, বোন শামীম আরা হক কাকলী ও ভগ্নিপতি এহসানুল হক রিজন।
উপমন্ত্রী এনামুল হক শামীম সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন