সরকারী নির্দেশনা না মানায় শেরপুর জেলাতে ৪৬ হাজার টাকা জরিমানা
করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর জেলায় লকডাউনকে কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ রয়েছে কঠোর অবস্থানে। ১৫ই এপ্রিল (বৃহস্পতিবার) জেলা সদরসহ অন্য ৪টি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসন সুত্রে জানা যায়, শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের তত্বাবধানে চলমান সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র জেলায় ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসব অভিযানে সহযোগিতা করেছে স্থানীয় পুলিশ। জেলাতে(সারা জেলায়) স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে ৪৯ জন ব্যক্তি এবং ১৫টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব গণমাধ্যমকে জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন