সিরাজগঞ্জের কাজিপুরে স্বাস্থ্য বিধি না মানায় ২ জনকে জরিমানা

দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় সিরাজগঞ্জের কাজিপুরে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫এপ্রিল) দুপুরে উপজেলার সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এই জরিমানা করা হয়। এসময় সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার দায়ে একজন ও অপরজনকে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন অঙ্কে ১২শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম বলেন, “সরকারি বিধিনিষেধ মানতে জনগণকে উদ্বুদ্ধ করণ ও দুস্থ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যারা সরকারি আইন মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে। জনগণকে সচেতন করছি যেন এই কঠোর লকডাউনের সময় বাইরে বের না হয়।”

মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে লিপ্ত না হওয়ার আহ্বানও জানান এই কর্মকর্তা।