সরকারের বিরুদ্ধে আদালত নিয়ন্ত্রণের অভিযোগ রিজভীর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/1661248593540.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নিয়ন্ত্রিত আদালতের বিরুদ্ধে কথা বললে, ফরমায়েশি রায়ের বিরুদ্ধে কথা বললে ফৌজদারি অপরাধ হয় না।
প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
আদালতের বিরুদ্ধে কথা বলে রিজভী ফৌজদারি অপরাধ করেছেন- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, আইন-আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। আদালত এখন সরকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের হুকুমে হয়েছে।
কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন