‎সাংবাদিক তুহিন হত্যা: রংপুরের ‎পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

‎দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) দুপুর ১২ টায় প্রেসক্লাবের সামনে পীরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক এম.এ গণি, বখতিয়ার রহমান, আব্দুল হাকিম ডালিম, হাবিবুর রহমান হাবিব ও আব্দুল করিম সরকার।