সাংবাদিক হেনস্তার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/Naogaon-MAP-নওগাঁ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ ঘটিকায় উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শহীদুল ইসলাম (দৈনিক দেশের কন্ঠ) এর সঞ্চালনায় ও সাংবাদিক আবু সাঈদ (আজকালের খবর) এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বদলগাছীর প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (আমার সংবাদ), এমদাদুল হক দুলু (কালের কন্ঠ),
রবিউল ইসলাম রুবেল (প্রথম আলো) মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুজাহিদ হোসেন (দেশবার্তা), আবু জর গিফারী (সময়ের আলো), মো মিঠু হাসান (বাংলাদেশের আলো)।
এসময় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে প্রথম আলোয় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। একারণেই তাঁকে পরিকল্পিতভাবে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্তা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যা লজ্জাজনক। এ লজ্জা শুধু সাংবাদিক সমাজেরই নয় গোটা জাতি ও দেশের জন্য। আমরা এর তীব্র নিন্দা, ধীক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার ও হেনস্তাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, এই মানববন্ধন চলাকালীন সময়ে
সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া হয়। তাঁর মুক্তির সংবাদ পেয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দ আনন্দে বিজয় উল্লাস করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন