সাড়ে ৩ মণ গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/4-6.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জিপগাড়িতে পাচারকালে সাড়ে ৩ মণ গাঁজাসহ জসিম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক জসিম কুমিল্লা জেলা সদরের ২৭ নং ওয়ার্ডে স্থায়ী উলুরচর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কড্ডার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা টু রংপুরগামী একটি জিপগাড়িতে তল্লাশি চালানো হয়। তাতে ১৪০ কেজি (সাড়ে ৩ মণ) গাঁজাসহ জসিমকে আটক করা হয়। আটক জসিমের বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন