সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সারাবিশ্বের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ ৮০০ কোটির পৃথিবী, সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: কানিজ ফাতেমা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুস কুমার ঘোষসহ উপজেলায় কর্মরত সকল পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবু নসর, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশানের সভাপতি পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ, পরিবার কল্যান পরিদর্শীকা তাসলিমা নাসরীন, পরিবার পরিকল্পনা সহকারী জেসমিন খাতুন প্রমুখ।
এসময় কলারোয়া উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা ও জনসংখ্যা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কয়লা ইউনিয়নের পরিবার কল্যান সহকারী জেসমিন খাতুনকে উপজেলার শ্রেষ্ট পরিবার কল্যান সহকারী নির্বাচিত করা হয়।
এছাড়া কয়লা ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শীকা ওয়াহিদা নার্গিস ও ক্রেড়াগাছি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসানুজ্জামান উপজেলার শেষ্টত্ব অর্জন করেন। এ সময় উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসেবে কয়লা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার হাতে শ্রেষ্টত্বের ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন