সাতক্ষীরার কলারোয়ায় ১’শ জন ভূমিহীন পাচ্ছেন ভূমি ও গৃহ ।। কর্মসূচীর উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/Kalaroa-Home-Constraction.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় ভূমিহীন হতদারিদ্রদের মাঝে ভূমি প্রদান করে সেখানে গ্রহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর বেলা ১টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান।
‘মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে’ রাজপুর চৌরাস্তার খাটাল মোড় নামক ওই স্থানে ভূমিহীন হতদারিদ্র আব্বাস আলী ফকিরকে দেয়া জমিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সেখানে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) নিরঞ্জন কুমার রায়, আ.লীগ নেতা আব্দুর রহিম, ইউপি সদস্য হাশেম আলী, সাংবাদিক সরদার জিল্লুরসহ উপকারভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা।
অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যাদের জমি নাই তাদের ২শতক করে জমি দিয়ে সেই জমিতে ১লাখ ৭৫হাজার টাকার মধ্যে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। আজ (মঙ্গলবার) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যারের নেতৃত্বে জেলাব্যাপী এর শুভ উদ্বোধন করা হচ্ছে। আমরা আশা করছি আগামি ১মাসের মধ্যে জেলাব্যাপী ১হাজার ঘর নির্মাণ সম্পন্ন হবে।’
তিঁনি আরো বলেন, ‘যারা ঘর পাচ্ছেন তারা নিজেরাই গৃহ নির্মাণের দেখভাল করবেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তদারকি করবেন।’
ইউএনও মৌসুমী জেরীন কান্তা জানান, ‘উপজেলাব্যাপী প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭০টি গৃহ নির্মাণের বরাদ্দ রয়েছে। সর্বমোট ১০০টি গৃহ নির্মাণ করা হবে।’
তিঁনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে ২শতক করে খাস জমি প্রদান ও গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।’
উদ্বোধন শেষে উপকারভোগী হতদারিদ্রদের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। জমি-গৃহ পাওয়া উপকারভোগী আব্বাস আলী ফকির খুশিতে আবেগাপ্লুত হয়ে বঙ্গবন্ধু ও সরকারের প্রশংসা করে নিজের লেখা-সুর করা একটি বাউল গান গেয়ে পরিবেশন করেন।
এদিকে, এর আগে পার্শ্ববর্তী এলাকায় ৪০দিনের কর্মসূচি (কর্মসৃজন) এর কাজের খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন