সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221027_102441-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এ দিবস উপলক্ষে উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সরকারি কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধী ও সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন