চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস আজ। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে দিবসটি। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেসকোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের অধ্যক্ষ আবুল বাসারে সভাপতিত্বে কামাল পাটোয়ারী ও এস এম চিসতী’র যোথ সঞ্চালনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দীন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, বেলচৌ করিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

দিবসটিকে ঘিরে চাঁদপুর জেলায় র‍্যালী ও আলোচনা সভা করা হয়েছে। বিভিন্ন উপজেলায়ও দিবসটি পালিত হয়। চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র‍্যালী বের হয়ে আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।