সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত, আটক ১
পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরার তালায় প্রতি পক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে তালা সদর ইউনিয়নে আগোলঝাড়া গ্রামে সকাল ৮ টার দিকে।
আহত তিনজনের মধ্যে দুজনকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আগোলঝাড়া গ্রামের মৃত তরপ শেখের ছেলে আঃ হামিদ শেখ (৬৫), তার ছেলে খলিল শেখ (৪২) ও সাংবাদিক মুকুল হোসেন শেখ (৩৫)।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহত মুকুল হোসেন জানান, একই এলাকার মৃত মাদার গাজীর ছেলে মহিউদ্দীন গাজী ও তার ছেলে খলিল গাজী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার (১৯ মার্চ ) সকালে জমিতে বেড়া দেওয়ার সময় আমার আব্বার উপর পরিকল্পিতভাবে লাঠি-সোটা, দা শাবল রড ও বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। খবর পেয়ে আমার ভাই খলিল ও আমি আব্বাকে রক্ষা করতে গেলে আমাদের উপরও হামলা চালায়। হামলায় আমরা তিনজন মারাত্বকভাবে জখম হই। এসময় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। পরে আমার আব্বা ও ভাইকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সেখানে আমার আব্বার মাথায় ৭ টা এবং ভাইয়ের মাথায় প্রায় ৩০টি সেলাই দিতে হয়।
এই বিষয়ে তালা থানার এসআই আব্দুল হালিম মল্লিক জানান, এ ঘটনায় মুকুল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা করলে খায়রুল মোড়ল নামে এক আসামীকে গ্রেফতার করে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন