‘সাতক্ষীরায় অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে না আনলে যানজট আরও তীব্র হবে’

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৫৫০) এর সভাপতি আরশাদ আলী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, সভাপতি (২৭৫) আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শাহীন, সভাপতি (৭৬০) মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক (৯৫০) মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক (৭৬৪) আব্দুল কাদের (কাদু), সড়ক সম্পাদক কবিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন সাতক্ষীরা জেলায় যে সকল অবৈধ যানবাহন আছে এ সকল যানবাহন দের জন্য বাস মিনিবাস মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের ব্যাপক ক্ষতি হচ্ছে।
অনেক সময় মারপিটের অভিযোগও পাওয়া গেছে। যে সকল অবৈধ যানবাহন আছে এদের আইনের আওতায় আনার জোর দাবি জানান এসব শ্রমিকরা। বক্তারা আরো বলেন এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে না আনলে শহরে বাড়ছে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















