পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলাধীন সদর উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) সকাল ১১ টার দিকে জেলা শহরের জালাসী এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, মহান স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সাহায্য, সহযোগীতা করেছিলো ভারত। কিন্তু সেই ভারত এখন উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। আমরা দেশের মানুষের শতভাগ নাগরিক সুবিধা বাস্তবায়ন করেছি, ভারত এখনো ৬০ শতাংশও পারেনি। এই অর্জন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের কাছে আমানত থাকা জনগণের অর্থ-সম্পদের খেয়ানত করেননা। দেশে কেউ গৃহহীন থাকবেনা সেই লক্ষেও কাজ করছে সরকার। সভাপতির বক্তব্যে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ওই বিদ্যালয়েটি ৪ তলা ভবন করার জন্য মন্ত্রীর কাছে আবেদনের প্রস্তাব রাখেন।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিনুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।