সাতক্ষীরায় ঘুড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ঘুড়ি উড়াতে গিয়ে হুছট খেয়ে পড়ে লান্সে আঘাত পেয়ে বিলাল হোসেন শান্ত (১৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শান্তর গ্রামের বাড়ি জেলার কালিগঞ্জ থানার নলতা শরীফ গ্রামে।
সে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার বাবা চা ব্যবসায়ী যিনি বাবু বাবুর্চি নামে পরিচিত।
ছেলেটি পরিবারের একমাত্র সন্তান ছিল।
প্রত্যক্ষদর্শী আহছান হাবীব বলেন, ‘বিলাল হোসেন শান্ত অনেক আগে আগে থেকে হার্টের রোগে ভুগছিলেন। শান্ত ছিল ঘুড়ি প্রেমিক। রাতে ঘুড়িতে লাইট ফিটিং করে উড়াতে যেয়ে হুছট খেয়ে পড়ে যান মাঠে। সেই অবস্থায় লান্সে আঘাতপ্রাপ্ত হয়ে নিঃশ্বাস নিতে পারেননি শান্ত। এসময় নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে শান্তর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন