সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা
“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ইউএমআই এমএমসিসি ইউএম এম এল প্রকল্প জিআইজেড এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিআইজেড’র উপদেষ্টা রতন মানিক সরকার ও সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ ও শিশু খাদ্য, ঔষধসহ বিভিন্ন সহায়তা ও ভাতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম. এ রফিক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন