সাভারে বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/বজ্রপাত-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত হয়েছে তিন জন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছে আরও দুই জন।
বৃহস্প্রতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভারী বর্ষনের সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগ জানান, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় বৃষ্টির সময় গোসল করছিলেন তিন কিশোর। এদের মধ্যে হঠাৎ বজ্রপাতে দুই কিশোর মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় অপর এক কিশোরকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে একই সময় নামা গেন্ডা এলাকায় আসাদুল নামের আরও এক ব্যক্তি বজ্রপাতে মারা যায়। কাঠগড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছে মাকসু আক্তার নামের আরও এক নারী। তাকেও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন