সাভারের আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/1_20230107_124713_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া পুলিশ।
শনিবার ( ৭ জানুয়ারি) সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক ধারণা মতে পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয়রা বলেন, রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় মানুষ লাশটি দেখে চিৎকার করলে আশেপাশে লোকজন জড়ো হয়। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে আশুলিয়া থানা পরিদর্শক রাজু মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন