সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
স্বাধীনতার মাসে সিরাজগঞ্জ এনায়েতপুরে নৌকা প্রতিকে ভোট দেবার শপথে বিশাল ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে হলে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। নৌকার মাঝি যোগ্য হলে কোন আসনে নৌকা হারবে না। এমপি হলেও সে যদি মানুষ ও দেশের কল্যাণে ভুমিকা না রাখেন তাহলে ঐসকল জনবিচ্ছিন্ন এমপিদের মনোনয়ন দেয়া যাবেনা। মনে রাখতে হবে আগামী নির্বাচন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াই।
আসছে সংসদ নির্বাচনে ভোট যুদ্ধের লড়াইয়ে জিততে হলে প্রকৃত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের নিবেদিত যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। অযোগ্য জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে নৌকার ভরাডুবি হবে। বক্তারা আরও বলেন, স্থানীয় সাংসদ আব্দুল মমিন মন্ডল একক সিদ্ধান্তে তার মনোনীত ব্যক্তিবর্গকে পদপদবি দিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। জামাত বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় না করে দলের ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য বক্তারা প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানান।
সোমবার (২০ মার্চ) বিকালে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানীয় যুবলীগের আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, আছের উদ্দিন মোল্লা, মীর্জা সোলেমান হোসেন, জাহাঙ্গীর আলম জাহিদ, যুবলীগ নেতা ওসমান গণি, ইউসুফ আলী শেখ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন