সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইন্তেকাল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/pic-kazipur-neta-dead-22-5-2021-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের কাজিপুরে এরশাদ আলী (৩২) নামের এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে…রাজিঊন)।
শনিবার (২২মে) সকাল সাড়ে ৮টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত এই নেতা মনসুর নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়নের চরশালদহ গ্রামের মৃত আফজাল খন্দকারের ৬ষ্ঠ সন্তান ছিলেন তিনি। তিনি মৃত্যু কালে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, “দুই বছর আগে মূত্র থলিতে পাথর ধরা পড়ে। পরে বগুড়ার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কিন্তু দিরে ধিরে ইনফেকশন হয়ে ক্যান্সারে রুপান্তর নেয়।”
মনসুর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক মিয়া জানান, “সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পরামর্শে ও সহযোগিতায় তাকে বাঁচাতে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
স্বেচ্ছাসেবক লীগের এই নেতার মৃত্যুতে কাজিপুর উপজেলা আ.লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন