গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি; পুলিশ কনস্টেবল প্রত্যাহার

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সোয়া ১০টার দিকে সদর থানার ওসি (অপারেশন) মোঃ রজব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের আদেশে কনস্টেবল জামিলকে সদর থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিকআপ তার বাইকে ধাক্কা দিলে আসিফ মাটিতে পড়ে যান। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি পিকআপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে কনস্টেবল জামিল নিজের কাছে থাকা অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন আসিফ।

ছাত্রলীগ নেতা আসিফ সরকার বলেন, পরিচয় জানার পরেও কনস্টেবল জামিল অশোভনীয় আচরণ করেন। বিষয়টি জানার পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তখন তাদেরকে শান্ত করি এবং সিনিয়র নেতাদের বিষয়টি জানাই। শুধু প্রত্যাহারেই শেষ নয়, কনস্টেবল জামিলের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান তিনি।