সিরাজগঞ্জের কাজিপুরে ৪ জুয়াড়ি আটক
সিরাজগঞ্জের কাজিপুরে ৪ জুয়াড়িকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার চরাঞ্চলের আদিত্যপুর গ্রামের সূর্য শেখের ছেলে সোহাগ (২৭), মৃত চেরাগ আলীর ছেলে চান মিয়া (৩৮), ইয়াদ আলীর ছেলে দিলশাদ (৪৫) ও দ্বীন মোহাম্মদের ছেলে মজনু (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত-রাত একটায় নাটুয়ারপাড়ার আদিত্যপুর গ্রামে অভিযান চালান নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি। এসময় তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন