সিরাজগঞ্জের চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা বারোটায় পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
সভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। বাজেটে ২০২১-২২ অর্থবছরের রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ২৭০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ২৭০ টাকা। এতে উদ্বৃত্তি দেখানো হয়েছে ১লাখ ৪০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য -সদস্যা, সচিব খোরশেেদ আলম, উদ্যোক্তা শহিদুল ইসলাম, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ এলাকার সচেতন ব্যক্তি বর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন