সিরাজগঞ্জের বেলকুচিতে চাউল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে “দাদা চাউলের আড়তকে ফুডগ্রেইন লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জানুয়ারি), বিকালে বেলকুচি উপজেলার চলমান অবৈধ মজুদ বিরোধী অভিযানে সমেশপুর বাজারে ‘দাদা চাউলের আড়ৎ’ নামে এক পাইকারী চালের দোকানকে খাদ্য অধিদপ্তরের ‘ফুডগ্রেইন’ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান, অতিরিক্ত চাউল মজুদ রাখার দায়ে আড়তদারকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত পরিমাপের অতিরিক্তি মজুদ করলে তাকে জরিমানার আওতায় আনা হবে। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।