সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের পঞ্চাশ বছর পুর্তি উদযাপন!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/20230220_160538-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বাণী গ্রুপের ৫০ বছর পুর্তি উদযাপিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) দিনব্যাপী পূর্বানী গ্রুপের বেলকুচি উপজেলার কামারপাড়া পূর্বাণী ফ্যাশন প্রাঙ্গণে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসাবে, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, পরিচালক জাকারিয়া হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন