সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মী সমাবেশ ও আলোচনা সভা
সিরাজগঞ্জ বেলকুচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গীতাদান, কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শ্রী শ্রী মহাপ্রভূর আখড়া (নাট মন্দির) প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গীতাদান, কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত গীতাদান, কমী সমাবেশ ও আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি তন্ময় কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সুত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বেলকুচি সরকারী কলেজের সাবেক সহকারি অধ্যাপক, অনুষ্ঠানের উদ্বোধক সুব্রত পাল (এস পাল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাপ্রভূর আখড়া (নাট মন্দির) ও দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সহ-সভাপতি পরিতোষ কুমার সরকার, সহ-সভাপতি বিমল কুমার সরকার, সহ- সভাপতি সুশীল কুমার সরকার, সাবেক সাধারন সম্পাদক বৈদ্য নাথ সাহা, যুব বিষয়ক সম্পাদক শুভজিৎ সাহা (পাপ্পু), সহ-সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকার, প্রচার সম্পাদক বিপ্লব শীল, সদস্য আশিষ কুমার সরকার, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাংগঠনিক সম্পাদক নন্দ দুলাল রাজবংশী, সহ-সভাপতি বাপন সাহা, পূজা উদযাপন পরিষদ দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি নারায়ন মালাকার, যুব ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন