সিরিজ বোমা হামলার প্রতিবাদে বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ ও মিছিল
বেরোবি প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ই আগস্ট একযোগে দেশের ৬৩ টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসসহ পার্কের মোড় প্রদক্ষিণ করে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তুষার কিবরিয়া বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামায়াত, জঙ্গির পৃষ্টপোষকতা করে এসেছে। ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার মদদেই সিরিজ বোমা হামলা হয়েছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বেগম জিয়া।
কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা জনগনের স্বার্থে কাজ করে আসছে। আপনাদের সহযোগিতা পেলে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন